বিনামূল্যে কোর্স : এই কোর্স তাদের জন্য যারা কুরআনের সঙ্গে পরিচিত এবং তৌরাত, জবুর ও ইঞ্জিল শরিফ সম্পর্কে কিছু জানতে চান। আশা করি এ সকল পাককিতাব সম্পর্কে তাদের মনের প্রশ্নের জবাব তারা এই কোর্সের মধ্যে খুঁজে পাবেন এবং নিম্নে বর্ণিত মোট তিনটি মডিউল যেমন (সৃষ্টি, গুনাহ্, নাজাতের উপায়) ধারাবাহিকভাবে শেষ করলে তৌরাত, জবুর, নবিদের কিতাব ও ইঞ্জিল শরিফসহ একখানি কিতাব বিনামূল্যে পাবেন।