নিচে ঈসা মসীহের নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে করা কিছু ভবিষ্যদ্বাণীর ঠিকানা দেওয়া হলো—
- মথি ১২.৩৮-৪০
- মথি ১৬.২১
- মথি ১৭.২২,২৩
- মথি ২০.১৮-২৯
- মথি ২৬.৩২
- মার্ক ৯.১০
- লূক ৯.২২-২৭
- লূক ৯.৪৪ ৯। লূক ১২.৫০
- লূক ১৭.২৫
- লূক ১৮.৩১-৩৩
- লূক ২৪.৭
- লূক ২৪.২৫-২৭
- ইউহোন্না ২.১৯-২২
- ইউহোন্না ১২.৩৪
- ইউহোন্না ১৪-১৬ অধ্যায়।
লক্ষ্য করুন যে প্রতি বারই ঈসা মসীহ্ বেশ পরিষ্কার ও স্পষ্টভাবে বলেছেন যে তাকে জেরুজালেমে যন্ত্রণা ভোগ ও মৃত্যু বরণ করতে হবে। সাহাবীগণ অবশ্য এই কথা শুনতে চান নি, কিন্তু মসীহ্ জোর করে বলতেন যে আল্লাহ্র পরিকল্পনা তাই।