ঈসা মসীহের বক্তব্য ও তাঁর সম্পর্কে কিতাবের সাক্ষ্য

‘আমি আর পিতা এক।” ‘ইউহোন্না 10:30

তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করব।ইঞ্জিল শরীফ সুরা ইউহোন্না রুকু ১৪ আয়াত ১৩-১৪

ঈসা বলেছেন যে বেহেশেস্তের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে।

তখন ঈসা কাছে এসে তাঁদের এই কথা বললেন, “বেহেশতের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে।ইঞ্জিল শরীফ সুরা মথি রুকু ২৮ আয়াত ১৮

শেষ একটি বিষয়, আর তা হল – আমরা জানি সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর। কোন নবী বা মানুষ বা মূর্তি পূজা করা যাবে না। কিন্তু কিতাবের এই আয়াত গুলো লক্ষ্য করুন, যেখানে ঈসাকে ইবাদত করা হয়েছে এবং তিনি তা গ্রহন করেছেন।

তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তাঁর মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তাঁরা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটির ইবাদত করলেন এবং তাদের বাক্স খুলে তাঁকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন।ইঞ্জিল শরীফ সুরা মথি রুকু ২ আয়াত ১১

ঈসা আর পিতর নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। যাঁরা নৌকার মধ্যে ছিলেন তাঁরা ঈসাকে সেজদা করে বললেন, “সত্যিই আপনি ইব্‌নুল্লাহ্‌।ইঞ্জিল শরীফ সুরা মথি রুকু ১৪ আয়াত ৩২-৩৩

ঈসা গালীলের যে পাহাড়ে সাহাবীদের যেতে বলেছিলেন সেই এগারোজন সাহাবী তখন সেই পাহাড়ে গেলেন। সেখানে ঈসাকে দেখে তাঁরা তাঁকে সেজদা করলেন, কিন্তু কয়েকজন সন্দেহ করলেন।ইঞ্জিল শরীফ সুরা মথি রুকু ২৮ আয়াত ১৬-১৭

পরে তিনি থোমাকে বললেন, ‘তোমার আংগুল এখানে দিয়ে আমার হাত দু’খানা দেখ এবং তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরে রাখ। অবিশ্বাস কোরো না বরং বিশ্বাস কর’। তখন থোমা বললেন, ‘প্রভু আমার, আল্লাহ্‌ আমার।’ইঞ্জিল শরীফ সুরা ইউহোন্না রুকু ২০ আয়াত ২৭-২৮

লক্ষ্য করুন থোমা ঈসাকে “প্রভু আমার, আল্লাহ আমার” বলে সম্বোধন করেছন এবং ঈসা তাকে বকা দেননি ববং তার ইবাদত গ্রহন করেছেন।

আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! চ্যাটে আমাদের সাথে যোগাযোগ করুন।

#কথাপকথন

আমরা আপনাকে কথোপকথনে আমন্ত্রণ জানাই যেখানে আপনার জীবনের কঠিন বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে আমাদের অভিজ্ঞ টিম মেম্বারদের সাথে আপনি আলোচনা করতে পারবেন।

Share:

আপনি পছন্দ করতে পারেন

এর মধ্যে আমরা মসীহের কেরামতী কাজ, কর্তৃত্ব এবং স্বভাব দেখেছি। এখন তার নিজের বিষয়ে মসীহের কিছু দাবি আমরা দেখব। অন্যান্য...
মৃত্যুদের জীবন দেওয়ার সাথে সম্পর্কিত মসীহের আরেকটি ক্ষমতা হল শেষ বিচারে মৃতদের বিচার করার জন্য তার কর্তৃত্ব। সূরা যুখ্‌রুফ ৪৩:৬১...
আল্লাহ্‌ এক এই তদন্তের আরম্ভ বা ভিত্তি হল সকল আহলে-কিতাবীদের সেই স্বীকৃত মূল সত্য, আল্লাহ্‌র একতা। সকল কিতাবী লোক একমত...